ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা: ২২ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০০:৩৬
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া, ১ মার্চ, ২০২৫ (বাসস): ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের মরদেহ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সিমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৯ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অজিত কুমার ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

দু’দেশের পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান বলেন, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সে জন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০