ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের নির্দেশ ট্রাম্পের: হোয়াইট হাউস কর্মকর্তা

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৪:২৩ আপডেট: : ০৪ মার্চ ২০২৫, ১৪:৩৫

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন। এর ফলে রাশিয়ার সাথে শান্তি আলোচনায় রাজি হওয়ার জন্য কিয়েভের ওপর চাপ তীব্রভাবে বৃদ্ধি করবে। একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাক্-বিতণ্ডার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

কর্মকর্তা আরো বলেন, আমরা আমাদের সাহায্য স্থগিত এবং পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় যে এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে অবদান রাখে।

 সোমবার ট্রাম্প বলেন, এই ধরনের বিরতি এখনও আলোচনা করা হয়নি, তবে এর সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

তিনি আরো পরামর্শ দেন যে মস্কোর সাথে যুদ্ধবিরতি চুক্তি ছাড়া জেলেনস্কি খুব বেশি দিন থাকবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০