শিক্ষার্থীরা যাতে দেশের ভেতরেই ভবিষ্যত দেখতে পায়: সি আর আবরার

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:২১
আজ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সভাকক্ষে নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: পিআইডি

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, আমি এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভেতরেই তার ভবিষ্যত দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। এটা হয়তো একদিনে হবে না, এক বছরে হবে না কিংবা ৫ বছরে হবে না। কিন্তু তার জন্য ভিত্তিটি তৈরি করে দেওয়া, ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে দায়িত্ব নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে বড় রকমের একটা পরিবর্তন এসেছে। আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। প্রধান উপদেষ্টা যে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন, সামনের যে ‘জার্নিটা ইজি’ হবে তা নয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা একটা বিশাল জগৎ। আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি। সুতরাং জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। 

এই ধরনের পরিসরে এসে বসবেন তা জীবনে ভাবেননি জানিয়ে নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, আমি মনে করি, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি, যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্মোন্নয়নের উপযুক্ত পথ। যা হবে আর্থ-সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষের সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪২০ জন
রাজশাহীতে আ’লীগের তিন কর্মীসহ আটক ১৮
ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি পেয়েছে
টিচার্স ট্রেনিং কলেজে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগে দুদকের অভিযান
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 
সিলেটে জুলাই শহীদ সাংবাদিক তুরাবের নামে চত্বর উদ্বোধন
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপকের সাক্ষাৎ
আগামীকাল ঢাবি’র সান্ধ্যকালীন ক্লাস ও পরদিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে
সুনামগঞ্জে অবৈধভাবে উত্তোলনকৃত বালুসহ আটক ২, নৌকা জব্দ  
১০