মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৪ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:১৯
প্রতীকী ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): জুলাই বিল্পবের পর সরকারের প্রতি আস্থা বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়েছে মার্চ মাস। চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর ২০২৪ সালের মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে । সে হিসাবে গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে ৬৪ দশমিক ৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে দেশে। গত মাসে প্রবাসীরা ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এর আগে এক মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি।

আজ রোববার ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস শুরুর প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসীরা ৪ দশমিক ৭১ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নেত্রকোনায় কবি-লেখকদের প্রতিবাদ 
সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম গ্রেফতার
বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
সিলেটে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার
পাঁচ জেলায় পরিবেশ দূষণরোধে মোবাইল কোর্ট, ৪৪ লাখ টাকা জরিমানা
ভবিষ্যত বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
রাশিয়ায় পাঁচ বাংলাদেশি পেশাজীবী পুরস্কৃত
লক্ষ্মীপুরে পাচারকালে ৬টি গুইসাপসহ তিনজন আটক
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলে ক্ষতিগ্রস্তদের সরাসরি অর্থায়নের দাবি ইয়ুথনেটের
১০