আজ জাতীয় আইনগত সহায়তা দিবস

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ আপডেট: : ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’

জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস ২০১৩ সাল থেকে হিসেবে পালিত হচ্ছে।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ দিবসটি উদযাপন উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘আইনগত সহায়তা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানসূচির অতিরিক্ত হিসেবে র‌্যালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি ইতোমধ্যে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

'আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

দিবসটির তাৎপর্য সম্পর্কে জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি আজ আলোচনা সভা সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ বা পোস্টারিং, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছে।

দিবসটির অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিতি থাকবেন।

অনুষ্ঠানসমূহ বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৮ অনুসারে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের পাবলিক রিলেশনস অফিসার ড. মো. রেজাউল করিম বাসসকে জানান, সরকারী খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) মাধ্যমে এ সেবা দেয়া হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে দেয়া সেবা ও আইনগত সহায়তার বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে বৈঠক করবে ব্রিকস দেশগুলো
কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে : বাণিজ্য উপদেষ্টা
যে পাঁচটি ম্যাচের ফলাফল লিভারপুলের লিগ শিরোপা কাছে এনেছে
শীতকালীন সবজি চাষে কৃষকদের পুরস্কৃত করল বাকৃবি
নাটোর লিগ্যাল এইডে গত বছর ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তি
এশিয়া সেরার তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টাঙ্গাইলে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার 
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত
মূল ধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার: শিক্ষা উপদেষ্টা
কোটচাঁদপুরে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা
১০