কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:৩৯
পল থোপিল। ফাইল ছবি

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস): কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন। চার দিনের এ সফরে এ ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পল থোপিল। রোববার থেকে তাদের সফর কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সফরকালে থোপিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীজন এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন।

এ সফরে তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার ও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। তিনি ইন্দো-প্যাসিফিক কৌশলসহ এই অঞ্চলে কানাডার সক্রিয় সম্পৃক্ততা তুলে ধরবেন এবং বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় চিহ্নিত করবেন।

এছাড়াও তিনি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতিফলনের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বেসরকারি একোনমিক জোন পরিদর্শন করবেন।

বাংলাদেশ এবং কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমবর্ধমান, যেখানে বাংলাদেশ একটি বৃহৎ ও দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে কানাডার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির প্রধান রপ্তানিকারক এবং বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রের অন্যতম বড় ক্রেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় দেশই তথ্যপ্রযুক্তি, মহাকাশ, কৃষি ও পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০