আগামী সপ্তাহে কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে: ডিজি এনআইডি 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৮:৫১
জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। ফাইল ছবি

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): আগামী সপ্তাহে কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়াতে প্রবাসী ভোটার নিবন্ধন চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন ৮ টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে। তখন ৯ টা দেশ হবে। অন্যান্য দেশের দূতাবাসগুলোতে জায়গা স্বল্পতার কারণে প্রবাসীদের ভোটার নিবন্ধন চালু করা যাচ্ছে না।’  

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি মহাপরিচালক এসব তথ্য জানান। 

মহাপরিচালক বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গত কয়েক মাসে সাত-আটটি দেশে করতে পারলে ভালো হতো। এ মাসের শেষ নাগাদ আরেকটু অগ্রগতি হবে বলে আশা করি। আমেরিকায় এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। পেলে কাজ শুরু করতে পারবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসের মধ্যে এনআইডি নিয়ে সেমিনার হবে। গণমাধ্যম প্রতিনিধি এই সেমিনারে রাখা হবে। এ ছাড়া সুধীজন, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রয়োজনে রাজনৈতিক দলের প্রতিনিধিও রাখা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০