আগামী সপ্তাহে কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে: ডিজি এনআইডি 

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৮:৫১
জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। ফাইল ছবি

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): আগামী সপ্তাহে কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়াতে প্রবাসী ভোটার নিবন্ধন চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন ৮ টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে। তখন ৯ টা দেশ হবে। অন্যান্য দেশের দূতাবাসগুলোতে জায়গা স্বল্পতার কারণে প্রবাসীদের ভোটার নিবন্ধন চালু করা যাচ্ছে না।’  

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি মহাপরিচালক এসব তথ্য জানান। 

মহাপরিচালক বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গত কয়েক মাসে সাত-আটটি দেশে করতে পারলে ভালো হতো। এ মাসের শেষ নাগাদ আরেকটু অগ্রগতি হবে বলে আশা করি। আমেরিকায় এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। পেলে কাজ শুরু করতে পারবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসের মধ্যে এনআইডি নিয়ে সেমিনার হবে। গণমাধ্যম প্রতিনিধি এই সেমিনারে রাখা হবে। এ ছাড়া সুধীজন, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রয়োজনে রাজনৈতিক দলের প্রতিনিধিও রাখা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০