অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে : মাহফুজ আলম

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:১৭ আপডেট: : ১৩ মে ২০২৫, ১৩:২০
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।’

গতকাল সোমবার দিবাগত রাতে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হল। কিন্তু, লড়াই এখনো বাকি। মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে।

ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূর করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেয়া যাবে না। বরং, সকলের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।’

মাহফুজ আলম আরো বলেন, ‘রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা এবং নানবিধ টানাপোড়েন থাকবে, স্বাভাবিক। কিন্তু, দেশের  স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘৭১ পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্রগঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্রগঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নূতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে দোকানের উপর উঠে গেল কাভার্ডভ্যান, নিহত ১
মুশফিকের শততম টেস্টকে অবিশ্বাস্য অর্জন বললেন পন্টিং
গণভোট আইন প্রণয়ন জরুরি, তাহলে ইসির দায়বদ্ধতা নিশ্চিত হবে : সিইসি
ক্যাম্প ন্যু’তে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অনুমতি দিল উয়েফা
স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩০২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
মুন্সীগঞ্জে মাদক সহ আটক ৩ 
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
ঢাবিতে ফার্মেসী অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তি পেয়েছে ২৪ শিক্ষার্থী
১০