মুশফিকের শততম টেস্টকে অবিশ্বাস্য অর্জন বললেন পন্টিং

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:০৩

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। 

আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে নেমে ১শ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। 

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ২০ বছর শততম টেস্ট খেলার স্বাদ নিলেন তিনি। 

মুশফিকের শততম টেস্ট খেলাকে অবিশ্বাস্য অর্জন বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আইসিসি রিভিউতে পন্টিং বলেন ‘এটা অবিশ্বাস্য অর্জন। বাংলাদেশের কেউ প্রথম এমন কিছু করল।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ টেস্ট খেলা পন্টিং আরও বলেন, ‘আমি সব সময়ই বলি, একজন ক্রিকেটার কতটা মানসম্পন্ন, তা বিচার করার ক্ষেত্রে আমার কাছে প্রধান মানদন্ড হল- দীর্ঘ ক্যারিয়ার এবং কত বছর ধরে ধারাবাহিকভাবে সেরা পারফরমেন্স অব্যাহত রাখতে পারে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দু’বার বিশ্বকাপ জয় করা অধিনায়ক পন্টিং আরও বলেন, ‘আপনি যখন ৭০, ৮০, ৯০ টেস্ট খেলে ফেলেন, তখন নিজেকে বদলে নেওয়া, উন্নতি করা এবং আরও ভালো হয়ে ওঠার পথ খুঁজে বের করতে হয়। ক্যারিয়ারের শেষের দিকে এসে এটা করা মোটেও সহজ নয়। তাই এটিকে আমি দুর্দান্ত অর্জন বলব।’

শততম টেস্ট খেলা মুশফিককে শুভেচ্ছা জানাতে ভুল করেননি পন্টিং। তিনি  বলেন, ‘শততম ম্যাচের জন্য আমি তাকে শুভকামনা জানাই। আশা করি এটা এটি তার ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল
বাংলাদেশের প্রথম পরাজয়
ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান এককভাবে শীর্ষে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু 
শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা
কিশোর হত্যা মামলার রহস্য ৩০ ঘণ্টায় উদ্‌ঘাটন, গ্রেফতার ৪
অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র যাত্রা শুরু
রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০