সরকার প্রধান হিসেবে এই প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:৪১ আপডেট: : ১৩ মে ২০২৫, ১৫:২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টা আগামীকাল বুধবার নিজ জন্মভূমিতে যাবেন। তিনি সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা আগামীকাল চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।

এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে। সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। 

এটি চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।

আবুল কালাম আজাদ মজুমদার আরো জানান, প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং নগরীর অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতির বিষয়ে বিফ্র করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে দোকানের উপর উঠে গেল কাভার্ডভ্যান, নিহত ১
মুশফিকের শততম টেস্টকে অবিশ্বাস্য অর্জন বললেন পন্টিং
গণভোট আইন প্রণয়ন জরুরি, তাহলে ইসির দায়বদ্ধতা নিশ্চিত হবে : সিইসি
ক্যাম্প ন্যু’তে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অনুমতি দিল উয়েফা
স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩০২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
মুন্সীগঞ্জে মাদক সহ আটক ৩ 
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
ঢাবিতে ফার্মেসী অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তি পেয়েছে ২৪ শিক্ষার্থী
১০