মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : আজাদ মজুমদার

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ২১:০৮ আপডেট: : ২২ মে ২০২৫, ২৩:৩২
ছবি : বাসস

কক্সবাজার, ২২ মে, ২০২৫ (বাসস) : মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তাই সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আজ বৃহস্পতিবার কক্সবাজারে সাংবাদিকদের এক কর্মশালায় বক্তব্যে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এ কথা বলেন।

কর্মশালায় তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। রোহিঙ্গা ইস্যু, মাদক ও মানব পাচার চোরাচালানসহ বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়।

দিনব্যাপী শহরের লাবণী পয়েন্টের হোটেল সীগালের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে এবং এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

এসময় প্রশিক্ষক হিসেবে আরো বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআই’র পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূর-সহ অন্যরা।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ এবং ফ্যাক্ট চেকিং, প্রান্তিক ও সীমান্ত অঞ্চলে সাংবাদিকতার উপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
১০