ঈদুল আজহায় যাতায়াত নিরাপদ-নির্বিঘ্ন করতে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:২৭ আপডেট: : ০৫ জুন ২০২৫, ২২:৪৯
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদুল আজহার সময় যাত্রীদের যাতায়াত যাতে নিরাপদ, নির্বিঘ্ন এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সেজন্য দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে উপদেষ্টা আসিফ জানান, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১২ দিন দেশের সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগের ছয় দিন, ঈদের দিন এবং ঈদের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১২ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘মে মাসে বাংলাদেশ থেকে ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১১ মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ১১ মাসে এ পরিমাণ ছিল ৪০ হাজার ৮৫ কোটি ডলার। সে হিসাবে, রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০