ঈদুল আজহায় যাতায়াত নিরাপদ-নির্বিঘ্ন করতে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:২৭ আপডেট: : ০৫ জুন ২০২৫, ২২:৪৯
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদুল আজহার সময় যাত্রীদের যাতায়াত যাতে নিরাপদ, নির্বিঘ্ন এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সেজন্য দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে উপদেষ্টা আসিফ জানান, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১২ দিন দেশের সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগের ছয় দিন, ঈদের দিন এবং ঈদের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১২ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘মে মাসে বাংলাদেশ থেকে ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১১ মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ১১ মাসে এ পরিমাণ ছিল ৪০ হাজার ৮৫ কোটি ডলার। সে হিসাবে, রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা
‘পশ্চিমকে বাজিয়ে দেখছেন পুতিন’ : কিয়েভ
১০