৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৩:১৭
জাতীয় ঈদগাহ ময়দান। ফাইল ছবি

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস) : একসাথে ৩৫ হাজার মুসল্লির এক সাথে জামাত আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের এই বিশাল আয়োজনে ঈদ জামাতের ব্যবস্থাপনায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া। 

আজ জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজনের অনুপযুক্ত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

তিনি জানান, নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। ভিআইপি ব্লকে একসাথে ২৫০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। পৃথক প্রবেশ ও প্রস্থান গেট এবং নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে।

ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
১০