আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজীরা 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ২১:০৮

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস): আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজীরা। গতকাল বুধবার রাত থেকেই বিভিন্ন দেশের হাজীদের মতো বাংলাদেশের হাজীরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ সকালেও অনেক বাংলাদেশি হাজী আরাফার ময়দানে এসে পৌঁছেন। 

এ বছর বিশ্বের ২০০ শতাধিক দেশ হতে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এদের প্রত্যেকেই আরাফার ময়দানে এসে অবস্থান করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইসলামি শরিয়তের বিধান অনুসারে ৯ জিলহাজ্ব সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর হতে সূর্যাস্ত যাওয়ার পূর্বে কিছু সময় আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এটি না করলে হজ পরিপূর্ণ হবে না।

বাংলাদেশি হাজীদের সঙ্গে আরাফার ময়দানে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক।

আরাফার ময়দানে হাজীরা আল্লাহর কাছে দোয়া করবেন। পাপমুক্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবেন। মনের সকল আকুতি-মিনতি মহান সৃষ্টিকর্তার কাছে নিবেদন করবেন। এখানে অবস্থান করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। 

সূর্যাস্ত যাওয়ার পর হাজীরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফার ময়দান হতে মুজদালিফা অভিমুখে রওয়ানা দেবেন। সেখানে এক আজান ও দুই ইকামতে হাজীরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। হাজীদের জন্য মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব।

উল্লেখ্য, সৌদি সরকারের আবহাওয়া অধিদপ্তর থেকে ধূলিঝড়ের পূর্বাভাস থাকলেও সেরূপ কিছু ঘটেনি এবং তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল। এ পর্যন্ত বাংলাদেশের হাজীরা সুন্দর ও সাবলীলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্ন্তজাতিক অঙ্গনে নিজেকে পরিচিত করে তুলতে চান জয়পুরহাটের নাফিসা
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
শ্রীলংকাকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করল পাকিস্তান
বিশ্বকাপের টিকেট পেল রোনাল্ডো বিহীন পর্তুগাল
সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা 
শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
তার ছাড়াই একাধিক ডিভাইসে চার্জ দেবে ‘স্মার্ট পাওয়ার বক্স’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন বিমান চলাচল স্বাভাবিক হবে
১০