আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজীরা 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ২১:০৮

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস): আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজীরা। গতকাল বুধবার রাত থেকেই বিভিন্ন দেশের হাজীদের মতো বাংলাদেশের হাজীরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ সকালেও অনেক বাংলাদেশি হাজী আরাফার ময়দানে এসে পৌঁছেন। 

এ বছর বিশ্বের ২০০ শতাধিক দেশ হতে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এদের প্রত্যেকেই আরাফার ময়দানে এসে অবস্থান করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইসলামি শরিয়তের বিধান অনুসারে ৯ জিলহাজ্ব সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর হতে সূর্যাস্ত যাওয়ার পূর্বে কিছু সময় আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এটি না করলে হজ পরিপূর্ণ হবে না।

বাংলাদেশি হাজীদের সঙ্গে আরাফার ময়দানে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক।

আরাফার ময়দানে হাজীরা আল্লাহর কাছে দোয়া করবেন। পাপমুক্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবেন। মনের সকল আকুতি-মিনতি মহান সৃষ্টিকর্তার কাছে নিবেদন করবেন। এখানে অবস্থান করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। 

সূর্যাস্ত যাওয়ার পর হাজীরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফার ময়দান হতে মুজদালিফা অভিমুখে রওয়ানা দেবেন। সেখানে এক আজান ও দুই ইকামতে হাজীরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। হাজীদের জন্য মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব।

উল্লেখ্য, সৌদি সরকারের আবহাওয়া অধিদপ্তর থেকে ধূলিঝড়ের পূর্বাভাস থাকলেও সেরূপ কিছু ঘটেনি এবং তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল। এ পর্যন্ত বাংলাদেশের হাজীরা সুন্দর ও সাবলীলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়
১০