শিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল সার্ক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৫৩
ছবি: সার্ক

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস): দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য রাষ্ট্রগুলো শিশুদের প্রতি সহিংসতা রোধে আঞ্চলিক ফোরামের ‘সামাজিক সনদ’ অনুসারে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নেপালে সার্কের কেন্দ্রীয় দপ্তর আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধ এজেন্ডাকে উন্নীত করা’ শীর্ষক প্রথম অনলাইন মন্ত্রী পর্যায়ের তথ্যবিনিময় সভায় এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউনিসেফের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়, পূর্ব ভূমধ্যসাগর আঞ্চলিক কার্যালয় ও জাতিসংঘ মহাসচিবের শিশুদের প্রতি সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধির কার্যালয়ের সহায়তায়  এ সভা আয়োজনা করা হয়।

সভায় সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার বলেন, সদস্য রাষ্ট্রগুলো শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে যে অভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, সার্ক তা আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে।

তিনি বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানসমূহ, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে, যেন একটি সমন্বিত ও বহুমাত্রিক উদ্যোগ নেওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ শিশু শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হচ্ছে। ফলে এখনই জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা দরকার।

সার্ক সেক্রেটারিয়েট জানায়, সার্ক ‘সামাজিক সনদ’ অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। সদস্য রাষ্ট্রগুলো শিশু কল্যাণে ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের কল্যাণ সংক্রান্ত আঞ্চলিক ব্যবস্থাপনা কনভেনশন’ এবং ‘পতিতাবৃত্তির উদ্দেশ্যে নারী ও শিশুদের পাচার প্রতিরোধ ও দমন কনভেনশন’-এ সম্মত হয়েছে, যা এই লক্ষ্যে গৃহীত দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলিল।

সভায় সদস্য রাষ্ট্রগুলো কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। এতে উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিবের শিশুদের প্রতি সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি ড. নাজাত মাল্লা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০