মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:৫৫
মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: ডিএমপি

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ মিন্টো রোডের ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান। 

সভায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজনেস রেকর্ড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ করা হয়। এছাড়া ফেসবুক বিজনেস রেকর্ডস, কন্টেন্ট টেকডাউন পলিসি ও ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানের বাংলাদেশ ও ভারত বিষয়ক ল’ এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা কৃষ্ণ মহাজন চৌধুরি সফলভাবে ইনফরমেশন রিকোয়েস্ট প্রেরণ করার ওপর বিস্তারিত আলোকপাত করেন । 

মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেন, আজকের এ মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

তিনি আশা প্রকাশ করেন, এ প্রয়াস তদন্তকারী কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধি করবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম
পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
১০