পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:০৫ আপডেট: : ০৫ জুলাই ২০২৫, ১৯:০৫
প্রতীকী ছবি

পঞ্চগড়, ৫ জুলাই, ২০২৫ (বাসস): পঞ্চগড় সদর উপজেলার দু’টি সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু।

বিএসএফের পুশইন করা ব্যক্তিদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ ক্যাম্পের সদস্যরা। পরে সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের ভিতর থেকে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।

একই রাতে অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুসহ পাঁচজনকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে।

আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে থেকে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতিমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করাদের জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। হস্তান্তর পর্যন্ত তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু
দেশ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকতে হবে : শিমুল বিশ্বাস
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু
ঘোষণাপত্রে অবহেলিত জয়পুরহাটের কথাও থাকবে : নাহিদ ইসলাম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯৪ জন
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলার পরামর্শ আদালতের
এক বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ
বাণিজ্য শুল্ক নিয়ে সোমবার ১২টি চিঠি পাঠাতে পারেন ট্রাম্প
মোহাম্মদপুরে অস্ত্র হাতে ‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৩ জন কারাগারে
লন্ডনে নিষিদ্ধ ঘোষিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার
১০