বাংলাদেশ ও মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:২৭
মঙ্গলবার মেক্সিকো সিটির বিপ্লব স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা অনুষ্ঠানের উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে মেক্সিকো সিটি জুড়ে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে বেশ কয়েকটি প্রতীকী স্থানে রঙিন আলোকসজ্জার মাধ্যমে এই বর্ষ পূর্তি উদ্‌যাপিত হয়েছে। 

আজ এখানে প্রাপ্ত বার্তায় জানানো হয়েছে, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকো সিটির বিপ্লব স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আনসারি বলেন যে, বিগত পাঁচ দশক ধরে অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক উলে¬খযোগ্যভাবে প্রসারিত হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হল দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও সহযোগিতা।

তিনি বলেন, “এই ঐতিহাসিক বর্ষপূর্তি উপলক্ষে, আমরা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সরাসরি জনগণের সাথে যোগাযোগ সম্প্রসারণ এবং আমাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে আমাদের সম্পর্ক আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি।” 

মেক্সিকো সিটি কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত আলোকসজ্জায় পেট্রোলেরোস ফাউন্টেন, ডায়ানা দ্য হান্ট্রেস, স্বাধীনতার দেবদূত, কুয়াওতেমোক স্মৃতিস্তম্ভ, বিপ্লব স্মৃতিস্তম্ভ এবং জোকালোর আশেপাশের ভবনগুলি বাংলাদেশের পতাকার রঙ লাল ও সবুজ রঙে আলোকিত করা হয়েছিল। 

অনুষ্ঠানে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ, মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এবং মেক্সিকো ১৯৭৫ সালের ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং উভয় দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০