অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৩১ আপডেট: : ০৯ জুলাই ২০২৫, ১৯:২২
বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সাথে সাক্ষাৎ করেন। ছবি: কানাডিয়ান হাইকমিশন

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজনৈতিক পরামর্শক মার্কাস ডেভিস এবং কাউন্সেলর ও কো-অপারেশন প্রধান স্টিফেন উইভার এ সময় কানাডার হাইকমিশনারের সঙ্গে ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় সনদ প্রণয়নের প্রক্রিয়া এবং ঐকমত্য গঠনের প্রচেষ্টার বিষয়ে কানাডীয় প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎকালে কানাডীয় প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় বাংলাদেশের  পদক্ষেপের প্রশংসা করেন এবং কানাডা সরকারের পক্ষ থেকে চলমান সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০