বেঙ্গল মিট-এর সাফল্য অনুসরণ করে আরও উদ্যোক্তা এগিয়ে আসবে: প্রাণিসম্পদ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৪৬
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

পাবনা, ৯ জুলাই, ২০২৫ (বাসস): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আশা প্রকাশ করেছেন যে, বেঙ্গল মিট-এর মতো প্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করে দেশে আরও উদ্যোক্তা এগিয়ে আসবেন।  

উপদেষ্টা সম্প্রতি বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শনকালে বেঙ্গল মিট এর আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বেঙ্গল মিটের হেড অব প্রকিউরমেন্ট ছায়াদুল হক ভূঁইয়া (আল-আমিন)।

উপদেষ্টা প্ল্যান্টের উন্নত মাংস প্রক্রিয়াকরণ অবকাঠামো, ইটিপি, ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা, বায়োগ্যাস প্ল্যান্টসহ পরিবেশবান্ধব প্রযুক্তি ও কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এ ধরনের শিল্প-উদ্যোগ শুধু রপ্তানি সক্ষমতা নয়, গ্রামীণ অর্থনীতি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে বেঙ্গল মিট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিল্পখাতে সরকারের নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০