কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন: সচল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৫:৪১
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১০ জুলাই, ২০২৫ (বাসস): কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধিতে গতকাল বুধবার রাত ৮টা থেকে একযোগে চালু করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট। 

গতকাল একযোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা সম্ভব হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, বর্তমানে ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

তিনি আরো জানান, ৫টি ইউনিট মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট হতে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। 

তাঁরা আরো জানান, গতকাল রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
উদ্যোক্তা ময়নার মুনাফার অংশ যায় সমাজ কল্যাণে
গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প
আফগানিস্তানে ভূমিকম্প পরবর্তী কম্পনে আবারও বহু মানুষ আহত
পর্তুগালে ফিউনিকুলার দুর্ঘটনায় ১১ বিদেশিসহ নিহত ১৬
খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
পঞ্চগড়ে মহিলা দলের মতবিনিময় সভা
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ
১০