বাণিজ্য জোরদার ও রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন ও কানাডার 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২২:১০
বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, আজ কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং অগ্রাধিকার খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে।

ওয়াং ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগে বেইজিংয়ের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং মেডিকেল ট্যুরিজম ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান, সাম্প্রতিক চীন বিনিয়োগ সম্মেলনের ধারাবাহিকতায় বেইজিং বাংলাদেশের পরিকল্পনা, বস্ত্র, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী।

পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এখন অত্যন্ত জরুরি।

তিনি এ সংকটে চীনের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া, জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

পরে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও বাংলাদেশ-কানাডা অংশীদারিত্বকে আরও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আনন্দ বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ে মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং এ সংকটে অটোয়ার দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা তৌহিদ হোসেন আগামীকাল অনুষ্ঠেয় ৩২তম এআরএফ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০