শেরপুর সীমান্তে ভারত থেকে ১০ জনকে পুশইন 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৪:৫৭

শেরপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে ১০ বাংলাদেশি নাগরিক পুশইন করেছে।

আজ শুক্রবার ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, আজ ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকটে ভারত থেকে ১০ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্তে মোট ১০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছে।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতের নয়াদিল্লীতে অবস্থান করে আসছিলেন। পরে  তাদের নিকট কোন বৈধ কাগজপত্র এবং ভারতীয় পরিচয়পত্র না থাকায় আটক করে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে

ভারতীয় পুলিশ। পরবর্তীতে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং আজ বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
১০