সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:৪৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে রোববার দুপুরে পিরোজপুর জেলায় এক পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: বাসস

পিরোজপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার সীমাহীন জুলুম ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। এই দেশে এখন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে রোববার দুপুরে পিরোজপুর জেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় এনসিপির নেতা-কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা বের করেন। পদযাত্রাটি জেলার শহরের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে পথসভার মাধ্যমে শেষ। 

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। দেশের মানুষের প্রতি তারা অনেক নির্যাতন করেছে। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ও ভোটাধিকার হরণ-এমন কোনো অপকর্ম নাই, যা ফ্যাসিস্ট সরকার করে নাই। পরপর তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উওরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০