জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৫০
সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। কোলাজ

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এ বিভিন্ন প্রতিষ্ঠানের দান-অনুদান সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দেওয়া এ চিঠি সম্পর্কে আজ দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, চিঠিতে সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আজ সোমবারের মধ্যে এনবিআরের কাছে এ সংক্রান্ত তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি, সিআরআই ট্রাস্টি সজিব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

চিঠিতে দুদক উল্লেখ করা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র আইনানুগভাবে জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

এই অভিযোগের অনুসন্ধানে সাত সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে দুদক। অনুসন্ধান টিমের নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০