সাতক্ষীরার রুহাব বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’  

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৪১
ছবি: বাসস

সাতক্ষীরা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস): বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।

রুহাবের বাবা ইমরান রাব্বি, পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণ সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের লক্ষ্য শিশুর জন্মের মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ তৈরি করা।

রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করতে সেপ্টেম্বর মাসে তারা সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন। রোপিত গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিম।

এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। সংস্থার গ্র্যান্টজয়ী প্রকল্প ঢাকা প্লান্টারস আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।

রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন, ‘আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠে।’

রুহাবের মা আয়শা আক্তার বলেন, ‘আমাদের ছেলের জন্য গাছ লাগিয়েছি আমরা, কিন্তু তা সব শিশুদের জন্যই উপকারে আসবে। আপনি চাইলে আপনার পরিবারের নতুন সদস্য এলে কিছু গাছ লাগিয়ে ফেলতে পারেন, যা তার ভবিষ্যৎকে সুন্দর করবে।’

পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়া ছাড়াও বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না : মার্কিন ভাইস প্রেসিডেন্ট
রাজশাহীর শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলা শুরু
চট্রগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৮টি কারখানা পুনরায় চালু
চবিতে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
৫ দিনের রিমান্ডে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় উদ্ধারকর্মী নিহত, সিনাগগ ক্ষতিগ্রস্ত
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা, দাম বেড়েছে ২৪৯ কোম্পানির
১০