মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:৫৫

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার জন্য বাংলাদেশ এবং জাতিসংঘ মানবাধিকার (ইউএনএইচআর) অফিস এদেশে একটি মিশন খোলার লক্ষ্যে এই সপ্তাহে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

জেনেভা থেকে আজ জাতিসংঘের মানবাধিকার অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত আগস্ট থেকে বাংলাদেশের সাথে জাতিসংঘের মানবাধিকার অফিসের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, একই সাথে মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে এবং গণ-বিক্ষোভের ওপর মারাত্মক দমন-পীড়নের বিষয়ে একটি ব্যাপক তথ্য-অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করার জন্য অফিসটি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজ করছে।’

ফলকার তুর্ক বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশটির মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যা এই পরিবর্তনের ভিত্তিপ্রস্তর।’

তুর্ককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এটি আমার অফিসকে আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে প্রদত্ত সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালভাবে সহায়তা করতে সক্ষম করবে, পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলো এগিয়ে নিচ্ছে সেগুলোতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ ও অন্যান্যের সাথে সরাসরি মাঠ পর্যায়ে জড়িত হতে সক্ষম করবে।’

এতে বলা হয়েছে, নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে, পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০