মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:৫৫

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার জন্য বাংলাদেশ এবং জাতিসংঘ মানবাধিকার (ইউএনএইচআর) অফিস এদেশে একটি মিশন খোলার লক্ষ্যে এই সপ্তাহে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

জেনেভা থেকে আজ জাতিসংঘের মানবাধিকার অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত আগস্ট থেকে বাংলাদেশের সাথে জাতিসংঘের মানবাধিকার অফিসের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, একই সাথে মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে এবং গণ-বিক্ষোভের ওপর মারাত্মক দমন-পীড়নের বিষয়ে একটি ব্যাপক তথ্য-অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করার জন্য অফিসটি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজ করছে।’

ফলকার তুর্ক বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশটির মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যা এই পরিবর্তনের ভিত্তিপ্রস্তর।’

তুর্ককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এটি আমার অফিসকে আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে প্রদত্ত সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালভাবে সহায়তা করতে সক্ষম করবে, পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলো এগিয়ে নিচ্ছে সেগুলোতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ ও অন্যান্যের সাথে সরাসরি মাঠ পর্যায়ে জড়িত হতে সক্ষম করবে।’

এতে বলা হয়েছে, নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে, পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০