মোংলা ইপিজেড-এ দক্ষিণ কোরীয় কোম্পানির ৮০ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৫৪
ফাইল ছবি

ঢাকা, ৬ আগষ্ট, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান ‘ওসিএফ’ কোম্পানি লিমিটেড ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি তাঁবু ও তাঁবু অ্যাক্সেসরিজঅ্যাক্সেসরিজ

এ লক্ষ্যে আজ (৬ আগস্ট ২০২৫) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজা’র সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ওসিএফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাইয়ুন গিল কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি তাঁবু, তাঁবু ও ফার্নিচার অ্যাক্সেসরিজ, ক্যাম্পিং চেয়ার ও টেবিল, অ্যালুমিনিয়াম, কার্বন, স্কি ও ট্রেকিং পোল, মাউন্টেন ও ওয়াকিং স্টিক, বেড কট, স্ট্যন্ড, পেট ফার্নিচার, অ্যারো ও ব্যাগ তৈরি করবে। যেখানে ৮২০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা সব সময় বৈচিত্র্যময় উৎপাদনে বিনিয়োগকে উৎসাহিত করে। 

তিনি ওসিএফ কোম্পানি লিমিটেডকে বেপজার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষ করে ইপিজেডগুলোতে আরও দক্ষিণ কোরীয় বিনিয়োগ আনার ক্ষেত্রে ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান। 

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

হাইয়ুন গিল কিম বেপজার সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং আগামী বছরের মধ্যে নতুন কারখানায় উৎপাদন শুরু করতে পারার আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানের সময়সীমা সীমিত করছে ট্রাম্প প্রশাসন
১০