জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর : নির্বাচন কমিশনার

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:২২ আপডেট: : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি’র হল রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আজ কথা বলেন। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি’র হল রুমে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, এই নির্বাচনকে যেনতেন হতে দেওয়া যাবে না।  আগামী ফ্রেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে থাকিয়ে আছে।

এই নির্বাচন বাস্তবায়নে নির্বাচন কমিশন কোনো বাঁকা পথে যাবে না। কারো পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা নির্বাচন কমিশিনের ‘কমিটমেন্ট’ বা ওয়াদা। এই সাহস কমিশনের আছে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর একটি ভঙ্গুর দেশে আমরা যে এই পরিবেশে বসতে পেরেছি এ্টাই বেশি। নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। এটা পরিষ্কার বার্তা যে, রোজার আগে ফেব্রুয়ারীতে নিবাচন অনুষ্ঠিত হবে। 

সরকার এ বিষয়ে খুবই সচেতন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরণের পরিবেশ পাবেন। নির্বাচন আয়োজনকারী কর্মকর্তাগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদেরকে (কর্মকর্তাগণকে) পরিষ্কার ও নিরপেক্ষ থাকতে হবে। আপনার সকল কর্মকর্তাগণ আপনাকে সহযোগিতা করবে। আপনাকে সাহসের সাথে নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশন, পুলিশ, আনছারসহ সবধরণের মানুষ আপনার পাশে আছে। সুনামগঞ্জে ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট করা হবে বলে জানিয়েছেন তিনি।

কেউ এই নির্বাচনকে কলঙ্কিত বা কলুষিত করার চেষ্টা করলে তাকে রেহাই দেওয়া হবে না। পরিষ্কার ঘোষণা, তিনি যত বড় বাহাদুরই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেনো নির্বাচন কমিশন কোনো কম্প্রমাইজ করবে না। এবারের কনসেপ্ট হচ্ছে, আমাদের প্রিজাইডিংগণই হচ্ছেন- চিফ ইলেকশন কমিশনার। আমরা তাদের বিষয়টি খ্বুই গুরুত্ব সহকারে দেখছি।

দেশকে  গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার আহ্বান করেন নির্বাচন কমিশনার।

পরে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের বাস্তবায়নে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সিবিপিইপি প্রকল্পের আয়োজনে, দ্য বেলট এন্ড ড্রিপ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান ও মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেকারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান।

এ সময় ইটিআই প্রশিক্ষণ পরিচালক মো. আতিয়ার রহমান, উপসচিব মো. মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারি প্রধান মো. মাহবুবুর রহমানসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা  উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
লালনের গানের মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : মৎস্য উপদেষ্টা
অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই :  মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১০