ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : মাফিয়াদের হুমকির মুখে থাকা একজন বিশিষ্ট ইতালীয় সাংবাদিকের পার্ক করা গাড়িটি বৃহস্পতিবার রাতে বোমা হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে শুক্রবার রাজনীতিবিদ এবং সংবাদমাধ্যমের গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোম থেকে এএফপি এ খবর জানায়।

তার অনুসন্ধানী টেলিভিশন জানিয়েছে, রোমের কাছে সাংবাদিক পোমেজিয়ায় সিগফ্রিডো রানুচ্চির গাড়িটি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণে পরিবারের অন্য গাড়ি এবং পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। 

আরএআই পাবলিক টেলিভিশনে সম্প্রচারিত রিপোর্ট বলেছে, ‘বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে সেই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া যে কেউ মারা যেতে পারত’।

রোমের মাফিয়া-বিরোধী প্রসিকিউটররা রানুচ্চির ওপর হামলার তদন্ত করছেন। তিনি ২০১৪ সাল থেকে মৃত্যুর হুমকির কারণে পুলিশ সুরক্ষায় বসবাস করছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ‘ভয় দেখানোর গুরুতর কাজ’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি এক্স-এ লিখেছেন, ‘তথ্যের স্বাধীনতা এবং স্বাধীনতা আমাদের গণতন্ত্রের আলোচনাযোগ্য মূল্যবোধ, যা আমরা রক্ষা করে যাব’।

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, তিনি সাংবাদিকের নিরাপত্তা ‘সর্বোচ্চ’ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট পোস্ট করা ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, ধাতব এবং ভাঙা গাড়ির জানালা।

রানুচি ‘করোয়ের ডেলা সেরা’কে বলেছেন, ‘কমপক্ষে এক কিলো বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল’।

তিনি বলেছেন, বোমা বিস্ফোরণের আগে তার ছেলে গাড়িটি ব্যবহার করেছিল। বিস্ফোরণের ২০ মিনিট আগে তার মেয়ে গাড়ির পাশ দিয়ে হেঁটে গিয়েছিল।

- বুলেট -

তার গভীর অনুসন্ধানী তদন্ত প্রতিবেদনের জন্য পরিচিত এবং রানুচি মাফিয়াদের ওপর একটি বইও লিখেছেন।

২০২১ সালের একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বর্ণনা করেছিলেন, কীভাবে একজন সাবেক বন্দী তাকে বলেছিলেন তার বই প্রকাশিত হওয়ার পর, ডাকাতরা ‘তোমাকে হত্যার নির্দেশ দিয়েছে’।

কিন্তু তার ওপর হামলা ‘বন্ধ করা হয়েছে’।
রানুচ্চি কোরিয়েরকে বলেছেন, তিনি সম্প্রতি বিভিন্ন হুমকিও পেয়েছেন। তার বাড়ির বাইরে গুলিসহ দ’ুটি  রিভলবার পাওয়া গেছে।

রোববার তিনি সোশ্যাল মিডিয়ায় আসন্ন রিপোর্ট সিরিজের হাইলাইটগুলো প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে ক্যালাব্রিয়ার শক্তিশালী ‘এনড্রাংঘেটা’ সংগঠিত অপরাধ গোষ্ঠী এবং সিসিলিয়ান মাফিয়া সম্পর্কে তদন্তমূলক প্রতিবেদন।

প্রচারণা গোষ্ঠী রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) অনুসারে, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে ইতালি বিশ্বে ৪৯তম স্থানে রয়েছে।

আরএসএফের ইউরোপ প্রধান পাভল সাজালাই এএফপি’কে বলেছেন, এটি সাম্প্রতিক বছরগুলোতে একজন ইতালীয় সাংবাদিকের বিরুদ্ধে ‘সবচেয়ে গুরুতর আক্রমণ’।

‘ইতালিতে সংবাদপত্রের স্বাধীনতা নিজেই অস্তিত্বগত হুমকির সম্মুখীন।’

গোষ্ঠীটি তার শেষ আপডেটে সতর্ক করে দিয়েছে,সংগঠিত অপরাধ এবং দুর্নীতির তদন্তকারী সাংবাদিকরা ‘পরিকল্পিতভাবে হুমকির সম্মুখীন হন এবং কখনও কখনও শারীরিক সহিংসতার শিকার হন’।

এতে বলা হয়েছে, ‘ভয় দেখানো এবং আক্রমণের টার্গেট হওয়ার পর’ প্রায় ২০ জন সাংবাদিক বর্তমানে স্থায়ী পুলিশ সুরক্ষায় রয়েছেন।

সবচেয়ে হাই প্রোফাইল হলেন রবার্তো সাভিয়ানো। তিনি তার আন্তর্জাতিক মাফিয়া বেস্টসেলার ‘গোমোরা’-এর জন্য সর্বাধিক পরিচিত।

সাভিয়ানো রানুচির ওপর আক্রমণকে ইতালির রাজনৈতিক পরিবেশের সাথে যুক্ত করেছেন। যেখানে সাংবাদিকদের বৈধ ‘লক্ষ্যবস্তু’ হিসেবে দেখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরাইল
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎকে রক্ষণশীল দলের নেতা হিসেবে পুনর্বহাল
বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১০