আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৪ আপডেট: : ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : সরকার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়ে এ অভিযান ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

আজ মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম। কারণ এসময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়,কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতের আগে ১০ লাখ মানুষকে স্থানান্তর
পদ ফিরে পেলেন বিএনপির ৪০ নেতা
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি
রংপুরে শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতায় কর্মসূচি
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য : ভূমি সচিব
নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ‘ফাঙ্গাল সুপারবাগ’ আতঙ্ক
ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি
১০