উন্নতমানের গবেষণা ও র‌্যাঙ্কিং অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য: বিএসএমএমইউ উপাচার্য

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১১
বিএসএমএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে জার্নাল ক্লাব বিষয়ে উপস্থাপনা অনুষ্ঠান। ছবি: বাসস

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, উন্নতমানের গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, জার্নাল ক্লাব জ্ঞান আহরণে অবশ্যই ভূমিকা রাখে, তবে জার্নাল ক্লাবের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট বিষয়ের গভীরতা, সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা।

আজ বিএসএমএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে জার্নাল ক্লাব বিষয়ে এক উপস্থাপনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।  

উপাচার্য বলেন, জার্নাল ক্লাবের আলোচনা সভা প্রতি সপ্তাহে হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, জার্নাল ক্লাব অবহেলিত বিষয় নয়, বরং আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণার জন্য একটি আলোকিত ও অনিবার্য প্ল্যাটফর্ম।

তিনি আরো বলেন, এ ক্লাব বৈজ্ঞানিক জ্ঞান অর্জন ও গবেষণার দক্ষতা বৃদ্ধি, গবেষণাপত্র আলোচনা, মান উন্নয়ন, পদ্ধতি, তত্ত্ব ও ফলাফল, বৈজ্ঞানিক চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার উন্নয়ন, ত্রুটি ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করতে শেখার ক্ষেত্রে অবদান রাখে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ-লীগের নৃশংসতার শিকার মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও : আশরাফ মাহদী
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
১০