উন্নতমানের গবেষণা ও র‌্যাঙ্কিং অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য: বিএসএমএমইউ উপাচার্য

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১১
বিএসএমএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে জার্নাল ক্লাব বিষয়ে উপস্থাপনা অনুষ্ঠান। ছবি: বাসস

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, উন্নতমানের গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, জার্নাল ক্লাব জ্ঞান আহরণে অবশ্যই ভূমিকা রাখে, তবে জার্নাল ক্লাবের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট বিষয়ের গভীরতা, সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা।

আজ বিএসএমএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে জার্নাল ক্লাব বিষয়ে এক উপস্থাপনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।  

উপাচার্য বলেন, জার্নাল ক্লাবের আলোচনা সভা প্রতি সপ্তাহে হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, জার্নাল ক্লাব অবহেলিত বিষয় নয়, বরং আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণার জন্য একটি আলোকিত ও অনিবার্য প্ল্যাটফর্ম।

তিনি আরো বলেন, এ ক্লাব বৈজ্ঞানিক জ্ঞান অর্জন ও গবেষণার দক্ষতা বৃদ্ধি, গবেষণাপত্র আলোচনা, মান উন্নয়ন, পদ্ধতি, তত্ত্ব ও ফলাফল, বৈজ্ঞানিক চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার উন্নয়ন, ত্রুটি ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করতে শেখার ক্ষেত্রে অবদান রাখে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০