বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে  ৩৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২২:৪৩

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১৩টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া,  অবৈধ পলিথিন এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর আজ রোববার দেশের বিভিন্ন স্থানে ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি পরিবহন থেকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।

২ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত চলতি বছর পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে  মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয় এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০