জাতিসংঘের প্রতিনিধিদলের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠক

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯ আপডেট: : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
জাতিসংঘের প্রতিনিধিদলের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠক। ছবি: বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ন্যায়বিচার, মানবাধিকার এবং জবাবদিহিতা সম্পর্কিত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

এ সময় গুয়েন লুইস অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার এগিয়ে নেওয়ার এবং অতীতের নৃশংসতামূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচেষ্টা সমর্থনে জাতিসংঘের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন।

সেইসঙ্গে তিনি ন্যায়বিচার ও সমঝোতার বিষয়ে প্রচারণায় আইসিটির ভূমিকার গুরুত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে এ বিষয়ের সামঞ্জস্যের ওপর আলোকপাত করেন।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জন্য ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি, অগ্রগতির পথে চ্যালেঞ্জ এবং ন্যায়বিচারে ট্রাইব্যুনালের অবদান কি সে বিষয়ের একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি ন্যায়বিচার প্রদানের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং যথাযথ প্রক্রিয়া মেনে চলার প্রতি ট্রাইব্যুনালের প্রতিশ্রুতি জাতিসংঘের কাছে পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ট্রাইব্যুনালের আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং বাংলাদেশে টেকসই শান্তির ভিত্তি হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য উভয় পক্ষের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়া হয়। উভয়ই সক্ষমতা বৃদ্ধি, আইনি সংস্কার এবং মানবাধিকারের পক্ষে সমর্থনের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ঐতিহাসিক অন্যায় মোকাবেলা এবং একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সংলাপ এবং অংশীদারিত্ব গড়ে তোলার দিক থেকে বলা যায়  এই বৈঠকটি ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০