জাতিসংঘের প্রতিনিধিদলের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠক

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯ আপডেট: : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
জাতিসংঘের প্রতিনিধিদলের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠক। ছবি: বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ন্যায়বিচার, মানবাধিকার এবং জবাবদিহিতা সম্পর্কিত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

এ সময় গুয়েন লুইস অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার এগিয়ে নেওয়ার এবং অতীতের নৃশংসতামূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচেষ্টা সমর্থনে জাতিসংঘের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন।

সেইসঙ্গে তিনি ন্যায়বিচার ও সমঝোতার বিষয়ে প্রচারণায় আইসিটির ভূমিকার গুরুত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে এ বিষয়ের সামঞ্জস্যের ওপর আলোকপাত করেন।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জন্য ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি, অগ্রগতির পথে চ্যালেঞ্জ এবং ন্যায়বিচারে ট্রাইব্যুনালের অবদান কি সে বিষয়ের একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি ন্যায়বিচার প্রদানের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং যথাযথ প্রক্রিয়া মেনে চলার প্রতি ট্রাইব্যুনালের প্রতিশ্রুতি জাতিসংঘের কাছে পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ট্রাইব্যুনালের আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং বাংলাদেশে টেকসই শান্তির ভিত্তি হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য উভয় পক্ষের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়া হয়। উভয়ই সক্ষমতা বৃদ্ধি, আইনি সংস্কার এবং মানবাধিকারের পক্ষে সমর্থনের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ঐতিহাসিক অন্যায় মোকাবেলা এবং একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সংলাপ এবং অংশীদারিত্ব গড়ে তোলার দিক থেকে বলা যায়  এই বৈঠকটি ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬০৭ জন গ্রেফতার
১০