বাসস
  ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৮

কবি নজরুল ইসলামের নাতি অগ্নিদগ্ধ বাবুল কাজী মারা গেছেন

কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী আজ রোববার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি.....রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজধানীর বনানীতে নিজ বাসায় ধূমপানের জন্য বাথরুমে লাইটার ধরানোর সময় বিস্ফোরণে তার শরীর দগ্ধ হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বনানী বাসায় ধূমপানের জন্য তিনি বাথরুমে লাইটার ধরানোর সময় বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল সাতটার দিকে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। মুখমণ্ডল,শ্বাসনালীসহ তার  শরীরের ৭৪ ভাগ পুড়ে যায়। এ ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। 

নিহত বাবুল কাজীর বড় বোন খিল খিল কাজী জানান, কাজী নজরুল ইসলামের ছেলে কাজী সব্যসাচীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।