ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত জেলায় পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যকে আজ মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দুই অজ্ঞাত বন্দুকধারী। দেশব্যাপী পোলিও প্রতিরোধ অভিযানের দ্বিতীয় দিনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা নাসির খান জানান, ‘দুই অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পোলিও টিমের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যকে হত্যা করে। তবে, পোলিও টিকাদানকারী দলটি নিরাপদ রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
পাকিস্তান ও আফগানিস্তান এখনও পোলিও রোগে আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে। গত এক দশকে পাকিস্তানে শত শত পুলিশ ও স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে জঙ্গিরা, যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পোলিও কর্মসূচিকে লক্ষ্যবস্তু করেছে।
যদিও ওই এলাকায় পাকিস্তানি তালেবান সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী, এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।