ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার গাজায় শীর্ষ সম্মেলন শুরু করার সময় তার মিশরীয় সমকক্ষ আবদেল ফাত্তাহ আল-সিসির প্রশংসা করে বলেছেন, তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মিশরের অবকাশ কেন্দ্র শারম এল শেখ থেকে এএফপি এ খবর জানায়।
শারম এল শেখের রিসোর্ট শহরে তাদের সাক্ষাতের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, সিসির ‘হামাসের সাথে আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রকৃতপক্ষে এখানকার জেনারেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ, হামাস এই দেশকে সম্মান করে এবং তারা মিশরের নেতৃত্বকে সম্মান করে।’
ট্রাম্প বলেছেন, ‘তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাই আমি এর জন্য কৃতজ্ঞ।’