পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান রংপুর কারাগারে

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ফাইল ছবি

রংপুর, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।

মঙ্গলবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামী নুরুজ্জামান আহমেদকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করেন। 

এ সময় আসামি পক্ষের আইনজীবী এডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। 

পরে উভয় পক্ষের শুনানি শেষে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় আসামি নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩১ জানুয়ারি শুক্রবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। তখন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানাায়, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা যায়।

৫ আগস্ট পরবর্তী সময়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিয়োগ দুর্নীতির অভিযোগে খুকৃবি উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
ডিআর কঙ্গো ও এম২৩ চুক্তি : শান্তির দিকে এক ভঙ্গুর পদক্ষেপ
সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার গঠনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কাউন্সিল ঘোষণা করেছে আরএসএফ
কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কমিটি স্থগিত
শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় বৈঠক করবেন থাই ও কাম্বোডিয়ান নেতারা: ব্যাংকক
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
১০