মেট্রোরেল ভ্রমণ নিয়ে ভিডিওগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে জাইকা

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ‘মাই এমআরটি এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্রতিযোগিতায় সকল নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়। এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাই এমআরটি এক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকা বাংলাদেশ (#JICABangladesh) ও #  ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।

ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে।

উল্লেখিত হ্যাশট্যাগসহ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করা যাবে।

প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন এবং অরিজিনাল কনটেন্ট আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেয়া হবে মোট ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সাথে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব ও উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০