বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

দেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামপন্থী দলগুলোর ঐক্যের দরকার : মুফতি ফয়জুল করীম

চাঁদপুরে এক সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: বাসস

চাঁদপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামপন্থী দলগুলোর ঐক্যের দরকার। তাহলেই ইসলাম হবে দেশের একমাত্র চাবিকাঠি। জালিমদের হাত থেকে আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের অনিবার্য দাবি।

আজ বুধবার বিকেলে চাঁদপুরের হাইমচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর শাখার উদ্যোগে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। এতে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। জনগণ ভোট দেবে মার্কাতে কোনো ব্যক্তিকে নয়। রাষ্ট্রেরও হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে। চাঁদাবাজ ও দখলদারদের কঠোর হস্তে দমন করতে হবে। এ দেশ আমাদের সকলের। সকল ধর্মের সকল নাগরিকের স্ব-স্ব অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সবাই মিলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। রাষ্ট্র সংষ্কার করে গ্রহণযোগ্য নির্বাচন তাই সময়ের দাবি। কিন্তু ঘুরে ফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের অধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি থাকবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। ইসলামী অর্থনীতি চালু হলে ঘুষ থাকবে না, লুটপাট হবে না। আদর্শিক পরিবর্তন ছাড়া গণমানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন সম্ভব নয়।

হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. মুহাম্মদ সফিউল্লাহর সভাপতিত্বে ও সহসভাপতি গাজী জহিরুল ইসলামের পরিচালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা ইয়াসিন রশেদ সানী, সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সাবেক সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ প্রমুখ।