শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল জয়ী

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল জয়ী। ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এবং একটি পদে গণঅধিকার সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অনুষ্ঠানে গঠিত কমিটির প্রধান সিনিয়র এডভোকেট মো. সিরাজুল হক আকন এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতি পদে এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি এডভোকেট ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ-সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক এইচ, এম লোকমান হোসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ, মো. সাখাওয়াত হোসেন মোল্যা, মো. মাহবুবুর রহমান স্বপন, মো. জাকির হোসেন তালুকদার, জয়নাল আবেদীন, এডভোকেট মুনিরা আক্তার।

অন্যদিকে গণঅধিকার সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো. জাকির হুসাইন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০