শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল জয়ী

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল জয়ী। ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এবং একটি পদে গণঅধিকার সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অনুষ্ঠানে গঠিত কমিটির প্রধান সিনিয়র এডভোকেট মো. সিরাজুল হক আকন এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতি পদে এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি এডভোকেট ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ-সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক এইচ, এম লোকমান হোসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ, মো. সাখাওয়াত হোসেন মোল্যা, মো. মাহবুবুর রহমান স্বপন, মো. জাকির হোসেন তালুকদার, জয়নাল আবেদীন, এডভোকেট মুনিরা আক্তার।

অন্যদিকে গণঅধিকার সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো. জাকির হুসাইন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
১০