ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘হাইকোর্ট বিভাগে দেওয়ানি অনুশীলনের বর্তমান প্রবণতা এবং চ্যালেঞ্জসমূহ’ বিষয়ে আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন। তিনি উচ্চ আদালতে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় এ বিচারপতি আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ডুলার সভাপতি এডভোকেট আলী আহমেদ খোকন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক এডভোকেট কাজী জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মো. মাকুসদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান, সদস্য মীর মোহাম্মদ হালিম, এরশাদুল বারী।
ডুলার সভাপতি এডভোকেট আলী আহমেদ খোকন আজ বাসস’কে বলেন, আইনজীবীরা যেন উপকৃত হন সে লক্ষে এ আয়োজন করা হয়েছে। এছাড়া পেশাগত উৎকর্ষ সাধনে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ সেশনে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।