ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইনজীবীদের প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮
ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন’র (ডুলা) উদ্যোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ । ছবি : বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।

সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘হাইকোর্ট বিভাগে দেওয়ানি অনুশীলনের বর্তমান প্রবণতা এবং চ্যালেঞ্জসমূহ’ বিষয়ে আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন। তিনি উচ্চ আদালতে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় এ বিচারপতি আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ডুলার সভাপতি এডভোকেট আলী আহমেদ খোকন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক এডভোকেট কাজী জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মো. মাকুসদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান, সদস্য মীর মোহাম্মদ হালিম, এরশাদুল বারী।

ডুলার সভাপতি এডভোকেট আলী আহমেদ খোকন আজ বাসস’কে বলেন, আইনজীবীরা যেন উপকৃত হন সে লক্ষে এ আয়োজন করা হয়েছে। এছাড়া পেশাগত উৎকর্ষ সাধনে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ সেশনে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
১০