ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইনজীবীদের প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮
ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন’র (ডুলা) উদ্যোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ । ছবি : বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।

সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘হাইকোর্ট বিভাগে দেওয়ানি অনুশীলনের বর্তমান প্রবণতা এবং চ্যালেঞ্জসমূহ’ বিষয়ে আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন। তিনি উচ্চ আদালতে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় এ বিচারপতি আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ডুলার সভাপতি এডভোকেট আলী আহমেদ খোকন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক এডভোকেট কাজী জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মো. মাকুসদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান, সদস্য মীর মোহাম্মদ হালিম, এরশাদুল বারী।

ডুলার সভাপতি এডভোকেট আলী আহমেদ খোকন আজ বাসস’কে বলেন, আইনজীবীরা যেন উপকৃত হন সে লক্ষে এ আয়োজন করা হয়েছে। এছাড়া পেশাগত উৎকর্ষ সাধনে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ সেশনে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০