সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘সভাপতির ভোজ’ মিলনমেলায় পরিণত

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ‘সভাপতির ভোজ’র আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘সভাপতির ভোজ’ অনুষ্ঠানটি উচ্চ আদালতের আইনজীবীসহ আমন্ত্রিত অতিথিদের এক মিলনমেলায় পরিণত হয়।

ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সভাপতির ভোজে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ সুপ্রিম কোর্টের কয়েক হাজার আইনজীবী অংশগ্রহণ করেন।

সভাপতির ভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অংশ নেন।

এছাড়া, আজকের ভোজে দুদক কমিশনার, পুলিশের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

আজকের এই ভোজের বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ ও সভাপতির ভোজ একটা ঐতিহ্য। যেটা শেরে বাংলা এ কে ফজলুল হকের সময় থেকে শুরু হয়। আজকে আমার আমন্ত্রণে যারা ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে, আজকের এই সভাপতির ভোজ পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০