গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত আবুল কাসেমের জানাজা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
গাজীপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনারের আবুল কাসেমের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গাজীপুরের ধীরাশ্রমে পতিত সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত আবুল কাসেমের জানাজার নামাজ গাজীপুরের রাজবাড়ি ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

জানাজার নামাজে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে শহীদ আবুল কাসেমের লাশবাহী গাড়িটি গাজীপুরের রাজবাড়ি মাঠে পৌঁছায়। এর আগে সকাল থেকেই রাজবাড়ি মাঠে শত শত লোক এসে অপেক্ষা করতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাশ বোর্ডবাজারের দক্ষিণ কলমেশ্বরের বাড়িতে নেওয়া হয়। সেখানে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মো. আলী হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, গাছা থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন, হেফাজতে ইসলামের নেতা মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।

জানাজার আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, বাংলাদেশে যারা পলাতক তারা আবারো গাজীপুরে দেশপ্রেমিক ছাত্র জনতার ওপর হায়নার মতো আক্রমণ করেছে। সেই আক্রমণে প্রথম শহীদ আবুল কাসেম।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সকল সদস্য শপথ নিয়েছে তারা জনগণের পুলিশ হতে চায় এবং জনগণের স্বার্থে কাজ করতে চায়। জুলাই আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদ আপনারা বিতাড়িত করেছেন, সেই বিতাড়িত শক্তি যদি আবারো মাথাচাড়া দেয় আমরা জনগণকে সঙ্গে হয়ে তাদেরকে রুখে দেব।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সন্ত্রাসীরা, ফ্যাসিবাদীরা কোনো দলের হয় না। যারা রাজনীতি করে তারা ফ্যাসিবাদী হয় না। হতে পারে না। রাজনীতি আর ফ্যাসিবাদ এক জিনিস নয়। জনগণের রাজনীতি যারা করে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০