শিরোনাম
ঢাকা (উত্তর), ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের এক বৈঠকে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দলটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ও অর্থবহ করার বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অন্য চারজন নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মুহাম্মাদ জসীম উদ্দিন সরকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ইউসুফ আলী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কামাল উদ্দিন।
বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করা প্রয়োজন; যাতে মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রয়োজনে সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী সেটুকু সময় দিতে প্রস্তুত। এজন্য জামায়াতে ইসলামী কোনো দিন-ক্ষণ ও সময় বেঁধে দেয়নি।