২০ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে এনবিআর  

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এজন্য বাজেট প্রস্তুতে সহায়তা করতে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের নিজ নিজ প্রস্তাব আগামী ২০ মার্চের মধ্যে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নিকট লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সাথে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল [email protected] এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

এনবিআর প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।

উল্লেখ্য, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এরই ধারাবাহিকতায় একটি অংশগ্রহণমূলক ও গণমুখী এবং সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের সম্মানিত করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, বাণিজ্য সংগঠন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান করেছে। এ ছাড়াও তাঁদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে এনবিআর।

এনবিআর আশা করছে যে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক ও গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
মুন্সীগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিএনপির উপহার বিতরণ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
১০