২০ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে এনবিআর  

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এজন্য বাজেট প্রস্তুতে সহায়তা করতে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের নিজ নিজ প্রস্তাব আগামী ২০ মার্চের মধ্যে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নিকট লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সাথে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল [email protected] এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

এনবিআর প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।

উল্লেখ্য, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এরই ধারাবাহিকতায় একটি অংশগ্রহণমূলক ও গণমুখী এবং সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের সম্মানিত করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, বাণিজ্য সংগঠন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান করেছে। এ ছাড়াও তাঁদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে এনবিআর।

এনবিআর আশা করছে যে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক ও গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
১০