দেশের সকল শিল্পকলা একাডেমির মিলনায়তনের ভাড়া কমল

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সাংস্কৃতিক বিকাশ ও জনস্বার্থ বিবেচনার লক্ষ্যে দেশের সকল জেলার শিল্পকলা একাডেমিগুলোর মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। 

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিল্পকলা একাডেমির নতুন নির্ধারিত ভাড়া অনুসারে জেলা পর্যায়ে মিলনায়তন ভাড়া দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত  ১ শিফট (৮ ঘণ্টা) হিসেবে স্প্লিট এসি সমৃদ্ধ ৫০০/৩০০+আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া হবে ৩ হাজার টাকা যা পূর্বে ছিল প্রথম তিন ঘণ্টার জন্য ৬ হাজার টাকা। এছাড়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান/ সংগঠনের ক্ষেত্রে সেন্ট্রাল এসি সমৃদ্ধ ৫০০/৩০০-আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া ১ শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে যা পূর্বে প্রথম তিন ঘণ্টার জন্য ছিল ৭ হাজার টাকা। একইসাথে এলইডি লাইট ব্যবহারের ক্ষেত্রে ৪ হাজার টাকা ১ শিফটের জন্য নির্ধারিত হয়েছে যা পূর্বে প্রতি ৩ ঘণ্টার জন্য ছিল ৫ হাজার টাকা। ফলে মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে ভাড়া অর্ধেকের নিচে নেমে আসবে।

এ বিষয়ে একাডেমির মহাপরিচালক ও নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠন, স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় জানা গেছে যে, স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ভাড়া কমানো জরুরি। সেই পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। 

তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব জনগণের কল্যাণ করা, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণ করা আমাদের কর্তব্য। ভাড়া কমানোর ফলে সংগঠনগুলো লাভবান হলে তা আমাদের জন্যও স্বস্তিদায়ক হবে, প্রতিষ্ঠান হিসেবে আয়বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়।’

মহাপরিচালক বলেন, গত পরিষদ সভায় বিষয়টি আলোচনা করে ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ভাড়া আরো কমাতে চাই কিন্তু মিলনায়তনগুলোর নিজস্ব কিছু খরচ আছে, লাইট, সাউন্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা এসব চিন্তা করে আমরা জেলাগুলোর জন্য মিলনায়তন ভাড়া ন্যূনতম রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
১০