প্রধান বিচারপতির সঙ্গে বিআইএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৯
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি) এর একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিআইএসি চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী, প্রধান নির্বাহী কে এ এম মাজেদুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

সাক্ষাতকালে বিআইএসি প্রতিনিধিদলের সঙ্গে আরবিট্রেশনের ব্যবহার, প্রায়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে প্রধান বিচারপতির মতবিনিময় হয়। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবে বলে প্রধান বিচারপতি প্রতিনিধিদলকে অবগত করেন। 

এসময় প্রতিনিধিদল বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির রোডম্যাপকে একটি যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন এবং সাফল্য কামনা করেন।

প্রধান বিচারপতি বিআইএসি প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিচার বিভাগ নিয়ে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নির্বাচন অপরিহার্য: আমির খসরু
সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা 
এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বেড়েছে, পরিপত্র জারি
সচিবালয়কে দিয়েই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু হলো : পরিবেশ উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু : দুদু
কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
শিক্ষকদের মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউট্যাব
প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
১০