মোহাম্মদপুরে কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই নারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬
গ্রেফতার সাবিনা আক্তার ও রিনা বেগম। ছবি: ডিএমপি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের ১ কেজির অধিক হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে- সাবিনা আক্তার (২২) ও রিনা বেগম (৩৯)। 

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে আজ জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ  অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিংয়ের একটি  ফ্ল্যাটে দুই নারী মাদক কারবারি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দু’টি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র, চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কর্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম সিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত হেরোইন বিক্রি ও হস্তান্তরের উদ্দেশে তারা হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরী করায় জরিমানা
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি
দোহা হামলায় টার্গেট হওয়ার পর প্রথমবার টেলিভিশনে হাজির হামাসের আলোচক
জাল টাকায় মোবাইল কেনায় চট্টগ্রামে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ : প্রধান উপদেষ্টা 
চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো
তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা 
জয়ের রেকর্ড সেঞ্চুরিতে বড় জয় চট্টগ্রামের
ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন
১০