জাতীয় পর্যায়ে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব শুরু আজ

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৭ আপডেট: : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ শুরু হচ্ছে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫।

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা থেকে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

৮ দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

উৎসবের উদ্বোধন করবেন শহীদ নাঈমা সুলতানার মাতা শহীদ জননী আইনুন নাহার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর।

স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ, এফ, এম, নুরুর রহমান।

উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘ছিন্ন মুকুট’ এবং রাত ৮টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চায়ন হবে।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘নোনা কথন’ মঞ্চায়ন করবে যশোর জেলা শিল্পকলা একাডেমি এবং রাত ৮ টায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চায়ন করবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি।

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি ‘ভূত- অদ্ভুত’ এবং রাত ৮ টায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমি ‘বহমান আর্তনাদ’ মঞ্চায়ন করবে।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘জাল’ এবং রাত ৮ টায় গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘আরশিনগর’।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি ‘ফেরা’ এবং রাত ৮টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি ‘লাশের ইশতিহার’ মঞ্চায়ন করবে।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি এবং রাত ৮ টায় ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ এবং রাত ৮টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।

শেষ দিনে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় থাকবে সমাপনী অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রযোজনা ‘বরাভয়’ এবং রাত ৮টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০