জাতীয় পর্যায়ে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব শুরু আজ

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৭ আপডেট: : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ শুরু হচ্ছে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫।

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা থেকে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

৮ দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

উৎসবের উদ্বোধন করবেন শহীদ নাঈমা সুলতানার মাতা শহীদ জননী আইনুন নাহার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর।

স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ, এফ, এম, নুরুর রহমান।

উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘ছিন্ন মুকুট’ এবং রাত ৮টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চায়ন হবে।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘নোনা কথন’ মঞ্চায়ন করবে যশোর জেলা শিল্পকলা একাডেমি এবং রাত ৮ টায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চায়ন করবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি।

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি ‘ভূত- অদ্ভুত’ এবং রাত ৮ টায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমি ‘বহমান আর্তনাদ’ মঞ্চায়ন করবে।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘জাল’ এবং রাত ৮ টায় গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘আরশিনগর’।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি ‘ফেরা’ এবং রাত ৮টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি ‘লাশের ইশতিহার’ মঞ্চায়ন করবে।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি এবং রাত ৮ টায় ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ এবং রাত ৮টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।

শেষ দিনে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় থাকবে সমাপনী অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রযোজনা ‘বরাভয়’ এবং রাত ৮টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০