জাতীয় পর্যায়ে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব শুরু আজ

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৭ আপডেট: : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ শুরু হচ্ছে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫।

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা থেকে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

৮ দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

উৎসবের উদ্বোধন করবেন শহীদ নাঈমা সুলতানার মাতা শহীদ জননী আইনুন নাহার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর।

স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ, এফ, এম, নুরুর রহমান।

উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘ছিন্ন মুকুট’ এবং রাত ৮টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চায়ন হবে।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘নোনা কথন’ মঞ্চায়ন করবে যশোর জেলা শিল্পকলা একাডেমি এবং রাত ৮ টায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চায়ন করবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি।

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি ‘ভূত- অদ্ভুত’ এবং রাত ৮ টায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমি ‘বহমান আর্তনাদ’ মঞ্চায়ন করবে।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘জাল’ এবং রাত ৮ টায় গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘আরশিনগর’।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি ‘ফেরা’ এবং রাত ৮টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি ‘লাশের ইশতিহার’ মঞ্চায়ন করবে।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি এবং রাত ৮ টায় ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ এবং রাত ৮টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।

শেষ দিনে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় থাকবে সমাপনী অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রযোজনা ‘বরাভয়’ এবং রাত ৮টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০